যৌবনা ঐ পদ্মাকে দেখেছি,
      যৌবনের সেই অষ্টাদশী যেন;  
তাঁর বুকে নাও ভাসায়ে,
       দুলেছি প্রেমের দোলা হেন।


যার বুকে ভাসতে গিয়ে,
             বুক করতো দুরু দুরু;
তাঁর প্রেমেতেই জীবনে মোর,
       হলো সেই যৌবনেরই শুরু।


বর্ষাকালে উচ্ছসিত পদ্মা,
             কূল ছাপিয়ে যায়;
বসন্তে সেই পদ্মা আবার,
          মানুষের পরান ভুলায়।  

আমার দেখা পদ্মা এবার,
            এসে বয়ো-সন্ধিক্ষণে;
ক্রমে ক্রমে দিক হারালো,
             চড়া পড়লো মনে।


জীবন স্মৃতি এমন করেই-
              জানি অস্তাচলে যাবে;
আমার প্রিয় পদ্মা তেমন,            
            আমার অপেক্ষাতেই রবে।


২রা অগ্রহায়ন, ১৪২৪,
ইং ১৯/১১/২০১৭,
রবিবার, বিকেল ৬টা।