মাকাল যদি পাকাল খোঁজে
কেমনে ধরবে তারে;
গায়েতে সে ভেজলিন মেখে
বসে আছে ঘরে।


চোর পুলিশের এমন খেলা
নিত্য সবাই দেখে;
তাই দেখে কিছু পাকাল
নতুন কৌশল শেখে।


ইচ্ছা যদি করতো মাকাল
জ্ঞান বুদ্ধি নিয়া;
পারতো ধরতে সকল পাকাল
সময়ের বাঁধন দিয়া।


মাকালদের ওই কর্তা মশাই
চায় না ধরতে পাকাল;
পাকাল যদি না থাকে দেশে
গদির হবে আকাল।


কর্তার ক্ষমতাটা চলে গেলে
জেল-তিহার হবে ভবি;
কেমনে দেখবে ক্ষমতার আলো
কোথায় পাবে চাবি?


অজ্ঞানীরা একবার ক্ষমতা পেলে
সহসা কি ছাড়ে;
দেশের জনগণকে মূর্খ ভেবে
চেপে বসে ঘাড়ে।


আর রামায়ণের দোহাই দিয়ে
প্রভু ঐ শান্তি পান মনে;
একবার রাম নামে যত পাপ হরে
সাধ্য কি তত পাপ করে?


৩০শে চৈত্র, ১৪৩০,
ইং ১৩/০৪/২০২৪,
শনিবার সকাল৭:৫৫। ২৩৩৭, ২০/২০৪, ১৩/০৪/২০২৪।