কত মনি মুক্তা ছড়ায় দিয়েছে
বিশ্বব্যাপী রবির আলোর মত;
ইচ্ছা হয় সবার, কুড়িয়ে লইতে
আঁচল ভরে ওই পারিজাত যত।


ধন্য বাংলা আর ধন্য বাঙালি
ধন্য প্রাণের পঁচিশে বৈশাখ;
উঠেছিল রবি বাংলার বুকে
দেখ-সেই আলোর মালার শৈশব।


পুব আকাশের রবির কিরণে
আজ এই জগত আলোকিত;
বাংলার বাঙালি উঠিছে জেগে
পায়ে  পায়ে প্রভাতফেরির মত।


রবি যে বাঙালির প্রাণের স্পন্দন
সবার আত্মার বন্ধনে বাঁধা;
ফুল মালা লয়ে পঁচিশে বৈশাখে
তাঁহারে প্রাণের আবেগে সাধা।


নাই আজ কোন ভেদাভেদ
কণ্ঠ মিলায়ে মিলিয়ে অন্তরে;
গায় সবাই তাঁর রচিত গান
প্রতি ঘরে ঘরে মাঠে প্রান্তরে।


২৪ শে  বৈশাখ, ১৪২৯,
ইং ০৮/০৫/২০২২,
রবিবার সকাল ৮টা। ১৬৭৪, ০৯/০৫/২০২২।