পাকের পাকে জড়িয়ে দেহ
সতী সাজার ইচ্ছা;
কেমন করে মুক্তি পাবে
হতে অতীতের কেচ্ছা?


বিচারপতি পথ হারালো
ভবিষ্যতের আশায়;
পারবে না কিছুই করতে
গড্ডালিকায় গা ভাসায়।


ভুলের মাশুল দিতেই হবে
আজ কিংবা কাল;
বাছতে থাকুক তিনি এবার
মিশিয়ে চাল ডাল।


জ্ঞানীর কথা ভাবতে কষ্ট
সুখটা হলো বড়;
বড় নৌকায় উঠে পড়ে
ছোট্টুদের কথা ছাড়ো।


গরীব ঘরের সন্তান তাঁরা
তুমিও হয়তো ছিলে;
ঐ আশার আলো দেখিয়ে
কেন গা ভাসিয়ে দিলে?


কষ্ট থেকে সুখে এসে
নতুন কষ্ট সয় না;
দুঃখের কথা ভাবতে এবার
মন বুঝি চায় না?


এবার ধর্মের নামে মনুবাদ
বুঝি বামুন বলেই নিলে;
জন্মের সত্য দিলো ঠাঁই
ওহো শান্তি পেলে দিলে!!


জ্ঞানের কথা মানায় না আর
জ্ঞানী বলে কারে?
সুখে দুঃখে চেতনায় বড়
সাধু বলি তারে।


২৪ শে ফাল্গুন, ১৪৩০,
ইং ০৮/০৩/২০২৪,
শুক্রবার সকাল ৬:৫৬। ২৩০২, ২০/১৪০, ০৯/০৩/২০২৪।