দিকে দিকে দেশে দেশে
ওই জ্বলছে আগুন;
মাস চৈত্র হয় না মিত্র
না এলে ফাগুন।


বট বৃক্ষের ছায়া কক্ষে
পথিকের সেই গান;
বারে বারে স্মরণ করে
সময়ের ওই তান।


কালের সাথে সময়ের সাথে
বাঁধা এ জীবন;
পারে না কেউ ছেড়ে যেতে
প্রাণের এ ভুবন।


ডাক এলে সবাই বলে
নিয়তির ওই খেলা;
খেলতে খেলতে দিনের শেষে
আঁধার হয় বেলা।


শুধুই লক্ষ্য কাপে বক্ষ
এবার যেতে হবে;
আঁধার ঘরে চক্ষু বুজে
হেথায় কে রবে?


২১শে চৈত্র, ১৪২৯,
ইং ০৫/০৪/২০২৩,
বুধবার বেলা ১১:২৪। ১৯৭৪, ১১/০৪/২০২৩।