আমি মিলন ঘটাতে চাই-
    অন্ধকারের সাথে আলোর;
আমি মিলন ঘটাতে চাই-
      ধনীর সাথে দরিদ্রের।


আমার প্রচেষ্টায় যারা-
দুরে দাড়িয়ে হাসছে,
যারা ভাবছে এও কি সম্ভব?


আমি মিলন ঘটাতে চাই-
   ওদের সাথে কর্ম চঞ্চলের।
আমি মিলন ঘটাতে চাই-
    কল্পনার সাথে কাজের।


সুন্দর পৃথিবীর রূপ দেখতে-
আমি মিলন ঘটাতে চাই-
   দেহের সাথে মনের।