হৃদয় আমার ছুটে যেতে চায় তোমার অন্তর পানে,
সাহস পেয়েছি বন্ধু আমি, তোমার চিত্তচেতনার টানে।

      হৃদয়কন্দর খুলিয়াছি আজ, আয়রে বন্ধু আয়!
      প্রেমের তরীতে দুঃসাহসীরা উজানে নৌকা বায়।  


ডুবে যদি যাই ভয় নাই আর বন্ধু আছে পাশে,
হাত ধরে সে, অথৈ গাঙ্গে তুলে নেবে তার কাছে।


   যদি ভেসে যাই, যদি মরে যাই, দুঃখ রবেনা কিছু,
   ভালবাসার টানে চক্ষু মুদিবো, কোনটান-থাকিবেনা পিছু।


এমন মরণে সুখ যে কত কি দিয়ে বোঝাব তোমায় ?
আত্মার সাথে আত্মা মিশে আজ একাকার হয়ে যায়।


     হৃদয় ক্ষরনে যে রক্ত ঝরে, দেখতে পাবেনা কেউ,
     চিত্ত মাঝারে চেয়ে দেখ বন্ধু উঠিছে প্রেমের ঢেউ।

কোথা অর্ফিয়াস? কোথা ইউরিডিস? হেথা দিগদিগন্ত কোথায়?
সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গেল আজ তোমার-আমার ভালবাসায়।


     শত চেষ্টায় পারিবেনা বন্ধু ভুলিতে আমারে কোনদিন,
     তোমার পরানে নব নব সুরে বাঁজবে আমার বীন।


               ১৪ই মাঘ,১৪২৩,
                ইং ২৮/০১/২০১৭,
                 শনিবার, রাত ১১.৩০।