জন্ম সত্য, মৃত্যু সত্য,
      সত্য আমি তুমি;
অতীত সত্য, বর্তমান সত্য,
      সত্য জন্মভুমি।

কার্য্য সত্য, ধৈর্য্য সত্য,
     সত্য মানবকূল;
প্রাণ সত্য, হৃদয় সত্য,
     সত্য বনফুল।

ধরা সত্য, চন্দ্র সত্য,
     সত্য গ্রহ তারা;
ঈর্ষা সত্য, বিষাদ সত্য,
     সত্য জীবন ধারা।

আগুন সত্য, জল সত্য,
     সত্য শিশুর হাসি;
প্রেম সত্য, ঘৃনা সত্য,
     সত্য দিবানিশি।