মনে ধর্ম, প্রাণে ধর্ম,
    ধর্ম আত্মার পথ;
জীব জড়র ধর্ম সেতো,
    থাকে নিজের সাথ।


মত পথ ধর্ম নয়,
        ধর্ম গুণাবলী;
ধর্মের সাথে জীবন মিশে,
        জীব জড় চলি।


ভিন্ন ভিন্ন গুনে ধন্য,
      এই আমরা সবাই;
প্রকৃতি দেখায় পথ,
       ধন্য মোরা তাই।

কোন পথে যেতে হবে?
       কোন পথ ভাল?
শাশ্বত এ জীবন ধারা,
    দেখায় যে  আলো।


ব্যক্তিগত ভাবনায় মত,
      পথ খুঁজে মরে;
সব ভাল নয় তার,
       সমষ্টির তরে।


পরের মঙ্গলে কর্ম,
        ধর্ম বলে মানি;
চিরন্তন জন্ম-মৃত্যু,
        জীব জড় জানি।
                           ৫ই মাঘ,১৪২৩,
                           ইং ১৯/০১/২০১৭,
                           বৃহস্পতিবার,
                           বেলা ১১.৩০।