এবার এলো সময়রে তোর ,
        যাবার পালা ;
বাংলা মায়ের বেদীতে ঐ ,
        শহীদ মেলা ।


বুকের রক্তে ধুয়ে দেব ,
       মায়ের চরণ ;
রক্ত জবায় মায়ের ভাষা ,
       করব বারণ ।


আয় ছুটে আয় আয়রে তোরা ,
      থাকবি কেন দুরে ?
রক্ত মাখা বুলেটগুলো ,
      ছুটবে এবার ঘুরে ।


মায়ের শত্রু, ভাষার শত্রু,
      শত্রু ওরা মোদের ;
এই মাটিতে ঠাই দেবনা,
    আর কখন ও ওদের ।