মাতৃভাষার দিন যে আজ,
     মহান ২১শে ফেব্রুয়া্রী;
রক্তের বিনিময়ে পাওয়া এদিন,
     অন্তরে রেখেছি ধরি।


কেউ কোন দিন ভাবেনি এমন,
         এই দিনটির কথা;
বিশ্ব সভায় পেয়েছে ঠাঁই,
        বাংলা মায়ের ব্যথা।


রফিক, শফিক, বরকত, সালাম,
       আরও কত কত নাম;
বুকের রক্তে চিনিয়ে দিয়েছে,
       মোদের আসল ধাম।


মায়ের ভাষায় কথা বলাতে,
      আর-ভয় পাবে না কেউ;
অত্যাচারের শৃঙ্খল ভেঙ্গে,
         উঠেছে স্বাধীনতার ঢেউ।