পৃথিবীটা স্বার্থের দ্বন্দ্বে জ্বলছে,
মারামারি হানাহানি চলছে।
            গরীবের কথা কেউ শুনছে না,
            পৃথিবীটা আর বুঝি চলছে না।
আয় ছুটে, আয় ছুটে, আয়রে,
ধনী বেশী উন্মাদ যায়রে।
            আমরা হব কিরে ছারখার?
            সে কথা বুঝে নেওয়া দরকার।
কথা বলি, আজ তোরা শোনরে,
আর ভাববার অবকাশ নাইরে।
            জীবনের এলড়াই জিৎতে,
            শক্তি আন তব চিত্তে।
স্বার্থের তরে আজ এ লড়াই,
মোরা যেন আর কভু না ড়রাই।