রাজনীতির ঘুর্নাবর্তে,
       ঘুরে ঘুরে মরিছে সমাজ;
স্বার্থপর রাজনীতির,
       আর কিবা আছে কাজ?


শিক্ষা নাই, দীক্ষা নাই,
       আজ নাই দেশ ভক্তি;
নগ্ন স্বার্থ পরতা, দেশের,
      পারে নাই, আনিবারে মুক্তি।


যারা নিজেদের ভাল মন্দ,
            করে না বিচার,
তারা কি শিখাবে জাতীকে?
      ভাল মন্দ আর শিষ্টাচার?


কোথা সেই আত্মদান?
      মাষ্টারদা, ভগতসিং, নেতাজীর মত;
বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী, ক্ষুদিরাম,
                  আরও কত শত।


কি শিখিলাম মোরা?
         শতাব্দির দ্বোর গোড়ায় আসি;
গোড়ামি, অশিক্ষা ধর্মান্ধতায়,
          দেশ আজ যাইতেছে ভাসি।


কেহ কি আর আসিবে না?
         লয়ে মুক্তির দীপ শিখা;
অতীত বীরদের আত্মদান হেথা,
         হয়ে যাবে ফিকা?


দেশের এই দুর্দিনে-
      আত্মত্যাগ বলিদান ছাড়া;
আর কোন পথ নাই,
      যেই পথে মুক্তি লভিব মোরা।


আজ সময় এসেছে বন্ধু,
     হাতে নিতে বিপ্লবের কাজ;
ভেসে যাক, দেশ ও জাতীর,
     দুর্দিনের হীনমন্যতার লাজ।


দিকে দিকে ভরে উঠুক,
     মুক্তির আলোর শিখাযা;
বীর জাতীর ইতিহাস লেখা হউক,
     আমাদের রক্ত লেখায়।