কর্মীর সততা তার-
         কর্মের মাঝারে;
চিন্তার সততা তার-
          মর্মের ভিতরে।


কোন কর্ম করিলে,
          সৎ কর্ম হবে?
কোন চিন্তা করিলে,
         সৎ চিন্তা ভবে?


কঠিন সব চিন্তায়,
         জট পেকে যায়;
তবুও মানুষ ভাবে-
         হেথা বসে তায়।


যে কর্মে নিয়োজিত,
       যদি সেই কর্ম করে;
তাকেই বলবো সৎকর্ম,
     অসৎ বলবো না তারে।


বাঁচার তাগিদে কর্ম,
         সব সৎকর্ম নহে;
ক্ষুদ্র স্বার্থে যেই কর্ম,
       তাহা সমাজকে দহে।


বেশীর ভাগ জীবের স্বার্থ,
          যেই কর্ম দেখে;
সৎ কর্ম বলি তাকে,
         মহামানব লেখে।


সৎ-চিন্তা, সৎ-ভাবনা,
     সততার আর এক রূপ;
সেই চিন্তা সৌরভ ছড়ায়,
       জ্বেলে হৃদয়ের ধূপ।


এই তো সৎ ভাবনা,
    যাহা জীবের মঙ্গল করে;
জীবই জীবন দেয় আবার,
       অন্য জীবের তরে।