এই সেই হাত-                            
বজ্র মুষ্ঠি করে ঘোষিছে,
নাই মোর কোন জাতপাত।


        এই হাতে শোভাপায়-
মণি, মুক্তা, কাঞ্চন-হার
আবার এই হাতই-
দেখায়েছে কাঠিন্য তাহার।


গন্ধময় জঞ্জাল সরায়েছে,
      এই সেই হাত;
মানুষকে বাঁচাতে মানে নাই,
      কোন জাতপাত।


সুগন্ধি দ্রব্যাদি আনি,
    সাজায়েছে, এই সেই হাত;
অন্ধকারে আলো জ্বেলে,
    স্বর্গোদ্দান গড়িয়াছে রাত।


ভাল মন্দ, কাজের বিচার,
    করে না তো হাত;
যার কাছে উচু-নীচু,
     নাই জাতপাত।


বাধা বিঘ্ন ঠেলে ঠেলে,
    সে এসেছে হেথায়;
কতদূর যাবে সে যে,
    যাবে যে কোথায়?


ভয়হীন দৃঢ় চেতা,
    এই সেই হাত;
কাজের মাঝে ভেঙ্গেছে,
    মানুষের গড়া জাতপাত।