সত্য মোদের নিঃশ্বাস প্রশ্বাস,
সত্য নহে, মোদের সব বিশ্বাস।


বাস্তবে সত্য যাহা তাহা-
                সত্য বলে জানি;
অবাস্তব, মিথ্যা কল্পনা,
          অসত্য শুধু তার বানী।


কল্পনায় মানুষ গড়েছে ভগবান,
যার নাই কোন বাস্তব প্রমান।
পৃথিবীর জন্মক্ষন হতে-
স্রষ্টা আছে কারো কারো মতে।


বৈদিক যুগ হতে, কত সাধক,
   কৃচ্ছ সাধনায় প্রাণ হারালো;
তবুও “স্রষ্টা” তার বাস্তব ভিত্তি,
            আজও নাহি পেলো।


বাস্তব হেতা তুমি, আমি,
     আর প্রকৃতিতে আছে যারা;
অমোঘ বাস্তব জীবের জন্ম-মৃত্যু,
         আর অপূর্ব মোদের ধরা।