আমরা বাঙালি-
বাংলা ভাষায় কথা বলি;
মাতৃভাষার দিনটা আজিকে,
একুশে ফেব্রুয়ারী।


জগৎ জুড়িয়া পালিছে দিনটা,
মাতৃ দুগ্ধ সমান;
মায়ের ভাষায় কথা বলাতে,
মোরা পেয়েছি সম্মান।


বাংলার কবি, নোবেল জয়ী রবি,
চেনায়েছে বাংলা মাকে;
বীর শহিদের রক্তে রাঙ্গানো দিনটা আজ,
জগৎ স্মরিছে তাকে।


মায়ের ভাষায় নাই ভেদাভেদ,
একুশ শেখায়েছে তাই;
ধরণির পরে উঠিয়াছে রব,
মোরা সবে ভাই ভাই।


মায়ের সম্মান ধূলায় লুটাতে,
দেবোনা কোন দিন আর;
সারা দুনিয়ার মায়ের ছেলেরা,
আজ, নিয়েছি সেই ভার।


বাঙালিরা সেই পথের দিশারী,
অন্যায়ের প্রতিবাদ;
বাংলা ও বাঙালি জগৎ সভায়,
আলোকিত করেছে রাত।


২৯শে মাঘ, ১৪২৩,
ইং ১২/০২/২০১৭,
রবিবার, রাত ১২টা।