যদি তুমি দিতে পার,
         ভাল সবার কাছে;
না দিতে পারিলেই ওরে,
          মন্দ হবে পিছে।


এ কথাটি মনে রেখে,
        করো তুমি কাজ;
দুঃখ তব থাকিবে না,
       থাকিবে না লাজ।


ভাই বল বন্ধু বল-
       বলো আপন জন;
সবার মাঝে একই রীতি,
     দেবে মিথ্যা প্রবঞ্চন।


নিজে যদি পার তুমি,
         মেনে নিতে সব;
তবেই দেওয়ায় আনন্দ আছে,
          মিলিবে বৈভব।