কেউ জানিতে চেওনা,
        আমার মনের ব্যথা।


  আমি ঘুরিয়া বেড়াই,
           পথে, ঘাটে, মাঠে;
  মন পরে থাকে,
            সুদুর গৃহ বাটে।


  হৃদয় জ্বালায় জ্বলিয়া-
            মরিছি হেথা বৃথা;
  কেউ জানিতে চেওনা,
           আমার মনের ব্যথা।


  নিজের ব্যথা ভুলিয়া থাকিতে,
  সঁপেছি মোরে প্রকৃতির হাতে।
  সবুজ বনানী শস্যের ক্ষেত,
  সেই তো আমার জীবনের বেদ।
  প্রকৃতিই পারে ভুলায়ে রাখিতে,
  আপন করিয়া লয়ে নিজ হাতে।
  যত ব্যথা আমার সঁপিয়াছি তাঁরে,
  মায়ের মতন আছে মোরে ঘিরে।


  ভুলিতে হৃদয় যাতনা,
  জনহীন প্রান্তরে-
                  বসে আছি হেথা;
  কেউ জানিতে চেওনা,
               আমার মনের ব্যথা।


   ইং ২৫/১২/১৯৯৩
   রাত ৯.১৫
   শিলবারি, আসাম।