একই মায়ের জঠরে জন্মালে –
                 হয় না তো ভাই;
হতে আত্মার আত্মীয় –
     প্রয়োজন আরও কিছু তাই।

একই রক্ত বহে যদিও –
       আমাদের সবার ধমনীতে;
একই সূর্য, একই পৃথ্বি কাজ করে,
        আমাদের বাঁচায়ে রাখিতে।

একজন আর একজনের কাছে হইতে আপন,
হৃদয়ের অন্যোন্য অনুভুতি বেশী প্রয়োজন।

হৃদয়ের সাথে হৃদয়ের বিনিময়,
                       তবেই তো হবে প্রেম,
তারই নাম আত্মার আত্মীয়,
                 তারই নাম হৃদয়ের হেম।