মানুষের মন-মন্দিরে, মননে এলো মনোময়,
মনঃকল্প, মনঃকষ্ট মনঃক্ষুন্ন মন্দ্রিত ধরায়।
      মনঃপীড়া, মনঃজ্বালা, মনকষাকষি নহে মনঃপুত,
      মনগড়া মনচোর,মনোরথগতি আনে মনে মনঃদুখ যত।
মন খোলা, মন দেওয়া, মনে রাখা ভালো,
মনঃপুত, মননশীল, তাহা মনজগতের আলো।
     মনুজ মনীষী, মনুষ্যত্ব, মনগ্রাহী, মনঃপীড়া, মনঃসমীক্ষন,
     মনুষ্যজন্মে, মনুষ্যকৃত মানবোচিত, মনস্বিতার উপনয়ন।
মনোলোকে মনোনীত মনোবৃত্তির মনুষ্যত্ববর্জিত বাসনা,
মনোভঙ্গ, মণোব্যাধির মনভাব যেন আর আসেনা।
        মনে হবে মননে আমি এক মনীষিত মনীষার মনীষী,
        মনোগত মনোজ্ঞ সংহিতার মন্দ্রে মন্দ্রিত সেই ঋষি।
মন ও মনস্বিতা জাগিয়া উঠুক মনীশের অন্তরে,
মনুষ্য জগৎ মনোজ্ঞ হউক মননের হাত ধরে।