চোখের জ্বলে ভাসছে দেশ,
         ভাসছে একুশে ফেব্রুয়ারী;
স্বাধীনতার আবেগ জড়ানো,
         আমরা কি ভুলিতে পারি।


মহান “মাতৃভাষার” আন্দোলনে,
       মা হারায়েছে আদরের সন্তান;
ভাইয়ের রক্তে রাঙায়েছি দেশ,
     তবু-দুঃখের হয়নি তো অবসান।


লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে,
          পেয়েছি স্বাধীন বাংলাদেশ;
সন্তানহারা মায়ের জ্বালার,
          হয় নাই তো আজও শেষ।


ভাবি নাই মোরা, বুঝি নাই মোরা,
              মায়ের বুকের জ্বালা;
মায়ের অশ্রু ঝরাবোনা আর,
            পরাবোনা কন্টক মালা।


শপথ নিলাম মায়ের চরণে,
            সেই একুশে ফেব্রুয়রী;
ধর্ম বর্নের বিভেদ ঘোচাবো,
                 পারি কিংবা মরি।


৭ই ফাল্গুন, ১৪২৩,
ইং ১৯/০২/২০১৭,
রবিবার, বেলা ১০টা।