তোমার ভাষা, আমার ভাষা,
          ঐ তো সেই মায়ের ভাষা;
সেই ভাষাতেই লেখা পড়া,
          প্রকাশ করি প্রাণের আশা।

আমরা জন্ম থেকে মৃত্যুবোধি,
           মাকে রাখি আপন করি;
দেহের সাথে মায়ের ব্যথা,
            আমরা রাখি বক্ষে ধরি।

মন খুলে তাই বলতে কথা,
        ধ্বনির বিন্যাস মা শেখালো;
মায়ের হাতেই হাতে খড়ি,
         মায়ের ভাষা পথ দেখালো।

ধরার বুকে আমরা আছি,
               কঠিন যুদ্ধ করতে জয়;
মায়ের শক্তি, আছে সাথে;
            চলতে পথে পাই না ভয়।

একুশ এসেছে একুশের পথে,
             রক্তে দিয়েছি শ্রদ্ধাঞ্জলি;
দুনিয়ার পথে, ঘাটে, মাঠে,
          মানুষ করে তাই বলাবলি।

একুশ নিয়েছে বাঙালির প্রাণ,
বাঙালি দিয়েছে একুশের গান,
          আমরা জগৎ জুড়িয়া গাই;
মায়ের ভাষা আমার ভাষা,
মায়ের ভাষা তোমার ভাষা,
          সে ভাষার তুলনা যে নাই।

৯ই ফাল্গুন,১৪২৩,
ইং ২১শে ফেব্রুয়ারী,২০১৭,
মঙ্গলবার, বেলা ১টা