কেন জন্ম? কেন মৃত্যু?
             কেন এই ধরা?
কেন সুখ? কেন দুখ ?
             কেন এই জ্বরা?


কেন মানুষ মানুষকে –
            এত ঘৃনা করে ?
আবার-কেন? সেই মানুষই-
      জীবন দেয় মানুষের তরে ।


কেন? কেন? এত কেন প্রশ্ন?
              কেন যে আসে ?
এই কেনর উত্তর খুঁজিতেই ,
        মানুষ অনিশ্চিতে ভাসে ।


এই কেন কে খুঁজিয়া মরি,
           মোরা অন্ধ অজ্ঞান ;
এই কেনই দিয়েছে মোদের ,
              জ্ঞান বিজ্ঞান ।


কেন? কেন? কেন প্রশ্ন?
              চারিদিকে রব ;
এই কেনই দিয়েছে মোদের,
              আজিকার সব ।


এই কেনটাই পরম পাওয়া,
              মোদের জীবনে ;
এই কেনই বসালো মোদের,
              জ্ঞানীর আসনে ।