আদিম যুগের চিন্তা ভাবনা,
             এখন ও তো আছে;
মূর্তি পূজা তারই স্বাক্ষর,
             আছে মোদের কাছে,


যুগের সাথে তাল মিলিয়ে,
             বিজ্ঞান হেথা এলো;
চিন্তা ভাবনার পরিবর্তন,
            জ্বালায় নিতো আলো।


অন্ধ বিশ্বাস গোড়া সংস্কার,
              আষ্টে পিষ্টে বেঁধে;
ব্রাহ্মনবাদ রাখছি হেথা,
             নিজেরাই তো সেঁধে।


বিদ্যাসাগর বিদ্যান ছিল,
            চেতনার আগুন জ্বেলে;
মূর্তিপূজা করতো না তাই,
               ইতিহাস তা বলে ।


বিবেকানন্দ আনন্দেতে,
             খুঁজে পেলো ভগবান;
মানুষ তার সেই মুর্তি,
              এবং তাহার দান।


ভালবেসে পাওয়া যায়,
                সেই ভগবান;
আজ থেকে এই হউক,
               মানুষের গান।