বাগদাদ থেকে সিন্ধে এসে-
           শুনায়েছে শান্তির বানী;
লাল সাহাবাজ, লাল সাহাবাজ,
            মানুষের আপন জানি।


সমাজ সংসার কিছু নাই হেথা,
       আছে শুধুই অসীমের হাতছানি;  
অন্তরের দুঃখ ভুলিয়া থাকিতে,
     মানুষ শোনে-লাল সাহাবাজের বাণী।


এই সেই সিন্ধের লাল সাহাবাজ,
           কালান্দারের দরগা বা থান;
এই তো সঙ্গিতের মহা মহফিল,
        শোনা যায় গজল-কাওয়ালি গান।


শত মানুষের রক্তে ভাসিল,
             নর পিশাচের অত্যাচারে;  
শান্তির বাণী পথ হারালো,
            আর-পাবো কি খুঁজে তাঁরে?


একি মৌলবাদ? না সন্ত্রাসবাদ?
            না সেই কালান্তের কলি;
উপাসনারত মানুষকে খুন করে,
            এরা খেলে রক্তের হোলি।


১৪ই ফাল্গুন, ১৪২৩,
ইং ২৬/০২/২০১৭,
রবিবার, সকাল ১১.১৫।