কোন কালে তুমি –
ধরার সৃষ্টিতে মেতেছিলে, ওগো প্রভু!
পারিবে না কেহ –
ভেদিতে তোমার সৃষ্টি রহস্য কভু।


তোমারে স্মরিয়া, প্রাণ ভরিয়া,
        ডাকিতেছি বারে বার,
     তুমি প্রনাম লহ গো তার।  


প্রকৃতির এই সৃষ্টিধারা –
বুঝিতে পারিনা, হয়ে যাই হারা।


পাহাড়, পর্বত, নদ-নদী, জঙ্গল অরন্য,
চন্দ্র, সুর্য্য, গ্রহ, তারা তোমার পরশে ধন্য।


  পশু-পাখী আর সবুজের রাশি,
    মানুষ আর প্রকৃতির হাসি,
  তোমার সৃষ্টির এই অপূর্ব জাদু,
  পরশিয়া হৃদয় ভরে দিক শুধু।


তোমাকে স্মরিয়া অবাক বিস্ময়ে,
             দেখিতেছি তোমার খেলা;
সীমাহীন এই জ্ঞান সমুদ্রে,
       কত জ্ঞানী-গুনী ভাসায়েছে ভেলা।


অসীম এই সমুদ্র তটে,
              আমি বসে আছি একা;
তোমার মননের যদি কিছু পাই,
     আমার জীবনে তাই হয়ে রবে লেখা।


তুমি সাজায়েছো এই প্রকৃতি,
               অনুপম রূপ সাজে;
তোমার সৃষ্টি আমার হৃদয়ে,
           ইমন কল্যাণ সুরে বাজে।