নির্যাতীতের বন্ধু তুমি,
          ওগো প্রিয় আম্বেদকর;
তোমার শিক্ষা, তোমার দর্শন,
         স্মরণ রাখিব জীবন ভর।


প্রতিদিনের কত অপমান, অবহেলা,
                  কাঁধে লয়ে তুমি;
স্বাপদ সংকুল গিরিপথ ধরে,
          পৌছালে পরমার্থের ভূমি।


তোমার জীবদ্দশায় তোমাকে,
            বুঝিতে চাহেনি কেহ;
অস্পৃস্য বলে দুরে রাখিয়াছে,
    কলুষিত করেছে আপন গেহ।


প্রচার করেছো তুমি –
         দেশময় সাম্যের বানী;
দুঃখী, নির্যাতিত,অবহেলিতদের,
           বুকে লিইয়াছ টানি।


তোমার জীবন দর্শন,
           আজ বড় বাঙ্গময়;
অবহেলিতরা ঝেড়ে ফেলেছে,
           তাদের জীবন ভয়।


নির্যাতিতের বন্ধু তুমি,
         ওগো প্রিয় আম্বেদকর;
তোমার শিক্ষা, তোমার দর্শন,
       স্মরণ রাখিব জীবন ভর।