এমন সুন্দর ফুল ,
                  কি দিব বর্ণনা ;
       প্রভাতের আলোর সাথে,
                 হয় যার তুলনা।


       কত আকার কত প্রকার,
                  দেখিতে যে পাই ;
       কত রঙ, কত বাহার ,
           এ রূপের তুলনা যে নাই।


       নিজেকে বিলায়ে সুখ ,
                    শুধু ওরা পায় ;
       এমন নিঃস্বার্থ দান,
             আছে কোথায় ?


       পরের সুখের তরে ,
                    এদের জীবন ;
        নীরবে সেখায় ওরা ,
              জাগাতে হৃদয় তপন।


        এমন প্রাণের শিক্ষক চিনিতে-
                  মানুষ করে যে ভুল;
        দিনান্তে নিশান্তে সম্মুখে তব,
                   ফুটে রবে এই ফুল ।