ঈশ্বর নাই ভাবতে বড় ভয়,
         সবার কেন এমন হয়?
কোন বাস্তব প্রমান নাই,
           হাতের দোড়গোড়ায়।


এই অন্ধকারে, অন্ধ আমি,
       কালো বিড়াল দেখি নাই;
জন্ম মৃত্যু্র খেলা ঘরে,
        একই ভাবনার গান গাই।


সৃষ্টি আগে, খোঁজা পরে,
খুঁজতে হবে ধীরে ধীরে,
       যদি সত্যের সন্ধান পাই;
অন্ধকারের ভাবনা চিন্তা,
আনবে বয়ে নতুন দিনটা,
    বিতর্কের জায়গা হেথা নাই।


ক্ষুদ্র সীমায় সবাই ভাবে,
রহস্যটা কোথায় তবে?
খুঁজতে হবে সবাই মিলে,
         যদি সত্যের সন্ধান পাই;
বিতর্কের শেষ, সেদিন হবে,
প্রমান যবে হাতে পাবে,
কালোর জায়গা আলো লবে,
          তাই সত্যের পানে ধাই।


সত্য সে যে চিরন্তন
সত্য সে যে প্রানের ধন
           সত্যকেই ঈশ্বর বলে মানি
সময় কালের প্রেক্ষাপটে,
সত্য মিথ্যার সেই উত্তরে,
          হৃদয়ের  চেতনাকেই টানি।