ওগো নবীন, ওগো নবীন,
জ্ঞানের পরশে তোমরা প্রবীন।
        তোমাদের মুক্ত মনের গানে,
        ধরণী ভরুক নব জোয়ারের বানে।
ভেসে যাক সব দুঃখ দন্য,
আমরা হবো পরশে ধন্য ।
      ওগো নবীন, ওগো নবীন,
      জ্ঞানের পরশে তোমরা প্রবীন।
ধর্মের গোড়ামী যা কিছু আছে,
হারমানুক সব তোমাদের কাছে।
      জাতপাত যা কিছু ছোট বড়,
      জীবনের পথে সব এক কর।
মানব ধর্মের উড়াও কেতন,
মানুষের মত করিয়া যতন।
       ওগো নবীন, ওগো নবীন,
       জ্ঞানের পরশে তোমরা প্রবীন।
তোমাদের পথ চেয়ে –
কালের গতিতে, আমরা চলেছি ধেয়ে।
      যবে শেষ হবে, দুঃখকষ্ট ভয়,
      দেখিব হেথায় নবীন সূর্য্যোদয়।
ওগো নবীন, ওগো নবীন,
জ্ঞানের পরশে তোমরা প্রবীন।