তোমার জন্মদিনে হৃদয় শিহরনে,
          জাগিছে ভারতবর্ষ;
আকূল আহ্বানে ডাকিছে এইক্ষনে,
          জাগায়ে হৃদয় হর্ষ।


বাংলার রবি ভারতের ছবি,
           বিশ্বের আপনজন;
তোমাকে বরিতে দন্যতা হরিতে,
         ব্যাকুল মোদের মন।


কি দিয়ে বরিব, কেমনে স্মরিব,
            রিক্ত হস্ত মোরা;
ভাষাহীন মুখ, লয়ে  এই দু্‌খ,
           দন্যতা হৃদয় ভরা।


এমন দিনে প্রাণের টানে,
          থাকিতে পারিনা দুরে;
তাই ছুটে আসি, ভাবনায় ভাসি,
           আকুলতা বুক জুড়ে।


যদি ক্ষনিকের ঠাই পরশে পাই,
            তোমার হৃদয় খানি;
তবে-প্রাণ ভরুক পেয়ে সেই সুখ,
         অনুভবি তব অন্তর বানী।