আপন পরের খেলা ঘরে,
পরকে যে আপন করে,
       তাকেই তো মানুষ বলে;
ভালবাসার এই যে বাঁধন,
মনে মনে করতে সাধন,
       চেষ্টা করে পূজার ছলে।


শিকল দিয়ে বাঁধলে পরে,
শুধুই দেহ থাকবে ঘরে,
       মন তো পড়ে রইবে না;
বাইরের বাঁধন- বাঁধন নয়,
সে বাঁধন যদি মনের হয়,
       তবেই বাঁধন ছিড়বে না।


বাইরের বাঁধন ঢিলা হলে,
মনের বাঁধন খোলে নারে,
       শক্ত করে হৃদয় বাঁধে;
জীবন তরীর এই তো খেলা,
মন আনন্দ ভাসায় ভেলা,
       পরকে আপন করার সাধে।


২৫শে মাঘ, ১৪২৩,
ইং ০৮/০২/২০১৭,
বৃহস্পতিবার,রাত ১১.৪৫।