ঘুরে ঘুরে পথ যায় দূরে, জটিল
সেই পথে প্রকাশিছে ভাবনা আধুনিক
কবিতার স্রষ্টারা। সহজ সরল পথ আর
নবজাত মত, কোথায় হারায়ে গেল? ভাবতে
অবাক লাগে- কেন এমনটি হলো? যে কথায়
গভীর অর্থ বয়ে নিয়ে আসে আধুনিক লেখকের
চেতনায়, অসাধারন বুঝবে তা সহজতর করে
নিজের ভাবনায়। কিন্তু- সাধারন, যার সংখ্যা
মানেনা দিনক্ষণ, তাঁরাই জানল না, বুঝল না,
সমাজের হিতের ভাবনা। কিভাবে জগৎ মাঝে
ঘটবে বিপ্লব আসন্ন শান্তির লাগি? অপেক্ষায়
আছে জেগে বৃহত্তম এক অংশের জনগণ আর
তাঁদের মন। যদি বুঝতে পারে তাঁরা হয়ে যাবে
সারা রূপায়ন বাস্তবে; যবে কঠিন সহজ করে
আসবে অন্তরে আধুনিক স্রষ্টার মন্তরে।  


১২ই চৈত্র, ১৪২৩,
ইং২৬/০৩/২০১৭,
রবিবার, সকাল ১০টা।