টুকটাক, ফটাফট
                ঢুস ঢাস শব্দ !
কে বড়? কে ছোটো ?
        কে কারে কারে জব্দ?


তালি দিলে তাল হয় ,
দুই হাতই ব্যথা পায় ,
তাই বলে ছেড়ে দেবে ছন্দ ?
আনন্দে ভাসে সবে ,
কেন তুমি দূরে রবে ?
  মিলাও কাঁধে কাঁধে স্কন্ধ ।


হই হই! রই রই!
           ঐ আনন্দ ছুটিছে !
থৈ থৈ ! প্রাণোচ্ছাস ,
           ভাসায়ে দিয়েছে ।


মুছে ফেল তিক্ততা ,
   হৃদয়ের রিক্ততা ,
         উৎসব এসে গেছে ।


রাগ ঢাক সব থাক ,
          শয়তানের শাসনে ;
চল সবে ধরণীটা ঢেকে দেই ,
               শান্তির বসনে ।