প্রাণের মাঝে ভাবনার খেলা,
ভাবতে ভাবতে যায় যে বেলা।
       ঐ পূর্ব থেকে পশ্চিমে যায় ঢলে,
       এক-আর এক রূপের কথা বলে।
ফাগুনের ওই মলয় পবন,
আনছে বয়ে নতুন স্বপন।
             ফুলে ফুলে দেয় ছড়িয়ে,            
            সবার মুখের হাসি নিয়ে।


যায় কেটে যায় সেই যে বেলা,
নতুনের-অনন্দময় প্রাণের খেলা,
            তপ্ত রোদে চৈত্র, বৈশাখে;
দিঘির ধারে, পুকুর পারে,
সবাই বসে সারে সারে,
           কেউ দোল খায় আম্রশাখে।


সুখে, দুঃখে, প্রাণের সাথে,
একই সূতায় মালা গাঁথে।
          ফাগুন শেষে আগুন হাওয়া এলে,
          শীতল করে কাল বৈশাখী ঢেলে।  
এলো-মেলো হয় তো করে,
জীবন তরির পালটি ছিঁড়ে।
          কঠিন হাতে হালটি ধরে,
          বেয়ে বেয়ে আনবে পাড়ে।
উথাল পাথাল জীবনটা যে,
শান্ত শীতল জীবন খোঁজে,
          আপন করে ক্ষণিক তরে।  

১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ০৩/০৬/২০১৮,
রবিবার, সকাল ৭.৫২ মিঃ।  ৫০০তম তাং ১৪/০৬/১৮।