বলে সবে-প্রেম কুহূ সম কুহেলিকা,
       নীল আকাশে উড়ে কুহু কুহু রবে;
যমুনার পারে যেন আজও বাজে বাঁশী,    
            কোন কালে হেথা রাধা এসেছিল কবে।


মায়াবিনী মায়াজালে বাঁধে সবারে,
একবার এলে প্রেম নাহি ছাড়েরে।
             মৃত্যুবোধি টেনে নেবে তারে,
            ঐ বাহু ডোরে বেঁধে তাহারে।
প্রেমময় জগৎ যে প্রেম দিয়ে বাঁধা,
যমুনার তীরে আজও কাঁদে সেই রাধা।


৫ই ভাদ্র, ১৪২৪,
ইং ২২/০৮/২০১৭,
মঙ্গলবার, বিকাল ৫টা।