বন্ধু মানেই মিলন,
       দুয়ের চেতনায় চেতনায়;
অনধিকার ঔদ্ধত্যের-
        সে যে পায় বড় ভয়।


শুক্তি থেকে মুক্ত এনে,
       যেমন রূপের মুক্তি ঘটে;
চিত্তদ্বয়ের ভালবাসায়,
       তখন ভাবের মিলন বটে।


ভাবনা সব এক হয়ে যায়,
          সেই প্রানে প্রানে মিশে;
তোমার ভাবনা, আমার ভাবনা,
          কোথায় থাকবে শেষে?


দিয়েই মনে আনন্দ বেশী,
           পাওয়ায় সে তো নাই;
এই কঠিন বন্ধন মাঝে,
           শ্বাশত প্রেম মুক্ত তাই।


২৬শে পৌষ, ১৪২৪,
ইং ১১/০১/২০১৮,
বৃহস্পতিবার, রাত ৮.৩০।