অর্ধনগ্ন, পূর্ননগ্ন—
      এ নয় মানুষের culture;
অর্থের লোভে করে যারা,
       তারা প্রকৃতই Vulture.


নগ্ন হয়ে জন্মালাম সত্য,
       মূহুর্তে অঙ্গ ঢেকে দিল;
ডাক্তার, বদ্যি, ধাই বলো,
     যারা আপন হোথায় ছিল।


প্রকৃতি শেখালো মোদের,
      পড়তে এই অঙ্গের ভূষণ;
নগ্ন থাকা দৃষ্টি বাঁকা,
       সে তো সমাজ শোষণ।


মাতার কাছে পিতা নগ্ন,
      পিতার কাছে সেই মাতা;
কেউ জানুক ছাই না জানুক,
      এ তো প্রকৃতিতেই গাঁথা।


প্রেম রসের ঐ কাব্য,
      অহর্নিশি সৃষ্টি রসে ভাসে;
সে যে ঐ স্বর্গীয় দান,
    মানুষের পূন্য চেতনায় আসে।


গোপন সে যে অতি গোপন,
            মুক্ত সবার কাছে;
লজ্জা দিয়ে বাঁধা সে ধন,
           এই সৃষ্টি রসে আছে।


থাকুক তাহা প্রেম রসে,
           সেই প্রেমের দরিয়ায়;
মুক্ত করে গোপন কথা,
           বাড়াসনা তোর দায়।


১৬ই কার্তিক, ১৪২৪,
ইং ৩রা নভেম্বর, ২০১৭,
শুক্রবার সকাল ১১টা।