প্রেম শাশ্বত, চিরন্তন,
           নহে কুহক মায়া;
কুহকিনী বলে সবে,
        এতো প্রকৃতির কায়া।


প্রেম ছাড়া বাঁচেনা জীব,
       প্রেমময় জগৎ সংসার;
প্রেমহীন জীব জগতের,
       কে-নেবে কার ভার?


জন্ম প্রেম, মৃত্যু প্রেম,
          প্রেমে মাখা মাখি;
জীবন শেষে প্রেম এসে,
          নিয়ে যাবে ডাকি।


যতদিন আছ ভালবাস,
         তুমি ভেবোনা আপন-পর;
মৃত্যুর পরে ফিরতে হবে,
           ঐ ফেলে আসা সেই ঘর।


হারায়ে শিখেছি এই ভালবাসা,
                  হৃদয় দহনে জ্বলিয়া;
কেউ যেন আর না হারায় তার,
               প্রেমের বাঁধন টুটিয়া।


৭ই আশ্বিন, ১৪২৪,
ইং 24/09/2017,
রবিবার রাত ২টা।