প্রেম-জীবনে শাশ্বত চিরনূতন,
             হইয়া ও হয়না তো শেষ;  
বার বার বিলাইয়া সে প্রেম,
             মর্মস্থলে থেকে যাবে রেশ।  


যদি দূরে ঠেলে দাও তাঁরে,  
             আঙিনায় দেখিবে তাহারে;
বসন্তের কোকিলসম কুহু কুহু রবে,
          বাঁশরি বাজাবে তোমার অন্তরে।    


হৃদয় মালঞ্চে সাজায়ে মালিকা,
              যখন বসে রবে একাকী;
মিটি মিটি আলো,সেইতো ভাল,
             আঁধারে জ্বলবে জোনাকী।


গভীর নিশীতে নীরব ধরণী,    
          দেখিবে চেয়ে আকাশের পানে,
ছুটিছে চন্দ্র, ছুটিছে গ্রহ, তাঁরা,
      ছুটিছে প্রেমের আনন্দ দানে।

বুকের মাঝে ঝড় বয়ে যায়,
      যবে মন চলে যায় স্মৃতির পাতায়;
দুই চোখেতে জল আসে ভরে
       সেই অতীতকে হারানোর ব্যথায়।  


২৭শে পৌষ,১৪২৪,  
ইং ১২/০১/২০১৮
শক্রবার, বেলা ৪টা,