প্রেমের নাম ভালোবাসা
বাসতে লাগে বেশ;
হারিয়ে গেলেও থাকে
জীবনে তার রেশ।

পায় না মূল্য ভালোবাসা
স্বার্থে ফিরে এলে;
যৌবনের সেই স্মৃতিগুলো
হয় মূর্ত বৃদ্ধকালে।

স্মৃতিগুলো বুকে নিয়ে
এসে জীবন শেষে;
যায় কেটে শেষের বেলা
চোখের জলে ভেসে।

৩০ শে বৈশাখ, ১৪২৯,
ইং  ১৪/০৫/২০২২,
শনিবার বেলা ১১:০৬  ১৬৮৬, ২১/০৫/২০২২।