জীবন জীবনের সাথে মিলে
স্বর্গীয় সুখ আনে;
আপন পরের বাঁধা ভেঙে
আলোয় ভরে দিনে।


জীবনে ধনসম্পদ বড় নয়
শুধুই বড় অন্তর;
ওই তৃপ্ত মনে দিন কাটাতে
এটাই সেই মন্তর।


পাখিরা সব পাখা মেলে
আকাশ পানে ধায়;
দিনের শেষে ভালোবেসে
নীড়ে ফিরে যায়।


বুকের মাঝে সেই বারতা
ঘুরে ফিরে আসে;
সুখে দুঃখে দিনে রাতে
তাইতো ভালোবাসে।


ভালোবাসার বিকল্প নাই
নাই কোন মন্তর;
জীবন প্রেম, প্রেমই জীবন
ধন্য দেহের যন্ত্রর।


যন্তর মন্তর এক হয়ে যায়
আত্মায় আত্মায় মিশে;
জন্ম থেকে ঐ মৃত্যু অবধি
দেখায় পথের দিশে।


যে জন পারে নিতে তাহা
ধন্য সে জন মানি;
প্রেমের সৌধ সেই গড়ে
তাইতো আমরা জানি।


১৫ ই বৈশাখ, ১৪৩০,
ইং ২৯/০৪/২০২৩,
শনিবার সকাল ৯:৫৩। ১৯৯৩, ৩০/০৪/২০২৩।


কবিতাটি ফেসবুকে দেখার অনুরোধ রইলো।