প্রকৃতির সেই অমোঘ নিয়ম,
           কে-সে?-বাঁধবে তারে?
আমরা যাহা করি তাহা
             করি আবেগের ঘোরে।


আপন যারা পর করলো,
         পরকে আপন করার আশায়;
সব হারারা হারিয়ে পায়,
              তাই আপন ভালবাসায়।


প্রকৃতির তারে বাঁধা এ নিয়ম,
              চলছে বিশ্ব জূড়ে;
আমি, তুমি, তাঁর খেলার পুতুল,
                   কে কি করতে পারে?


পথ হারানোর সে কি যে ব্যথা,
             পথেই মিলিয়ে যায়;
আমরা সবাই মিলি এসে হেথা,
             সেই সাঁঝের বেলায়।


তারপর পাড়ি দেওয়া,
            কোন অজানা ভেলায়;
সকাল, দুপূর না সন্ধ্যা?
            জানিনা কোন বেলায়!



৩রা কার্তিক , ১৪২৪,
ইং ২১/১০/২০১৭,
শনিবার, রাত ৯.৪৫।