আমার দেহ, তোমার দেহ,
আমার আত্মা, তোমার আত্মা;
শেষের দিনে, শেষ বিচার, কে-করবে কার?
আমি, তুমি, নিত্য অনিত্য সত্তা তোমার।


প্রশ্ন রাখি তোমার কাছে,  
যদি বিশ্বাস থাকে ভক্তি রসে,
তুমি স্রষ্টা উত্তর দাও এইখানে;
তুমি বোঝা চাপাও -
কথায় কথায়, মোদের মাথায়,
সৃষ্টিধারা হচ্ছেহারা ধরার পরে এইখানে।


কে নেবে হেথায় তোমার দায়?
আর কেইবা তোমার পক্ষে দেবে রায়?


ছুঁইলে পরে জাত যায়, পাথর ধুইলে শীলা হয়,
পূজে তারে অর্থের লোভে;
কে দিল অর্থ তারে? মেথর না মুচি ওরে!
ছুঁড়ে ফেলে না তো - ছোঁয়াছুঁইর ক্ষোভে।


ক্ষমতায় এলে পরে জাতপাতের বিচার করে,
তা না হলে অচ্ছুৎদের অন্নে জীবন বাঁচায়;
ঐ ভেকধারী মানুষেরা, কিছু নয় অমানুষ ছাড়া,
অর্থের লোভে মা-বোন বিক্রি করে দেয়।
বলো তুমি, কে দেবে? তোমার পক্ষে রায়?


৮ই আষাঢ়, ১৪২৫,
ইং ২৩/০৬/২০১৮,
শনিবার সকাল ১০টা। ৫০৯ তাং ২৩/০৬/১৮।