কত দেখবি অভয়া কান্ড,
    সমাজ হবে লন্ডভন্ড,
             পশুদের অত্যাচারে;
চুপটি করে আর থাকিস না,
পুরুষের জন্ম মা দেবে না,
       যদি এমন ঘটে বারে বারে।


হেথায় মোদের অশ্রু ঝরে,
দুর্বৃত্তের অত্যাচারে,
             এখানে কেউ নাই;
শাসক শোষক ওদের পোষক,
তারাই তো গনতন্ত্রের ধর্ষক,
              হেথায় দুঃখ পাই।


গড়তে হবে সেই প্রতিরোধ,
  জাগায়ে চেতনার বোধ,
          এই সমাজের মাঝে;
শক্তি মোদের যতটুকু আছে,
   সেই শক্তি সমাজ যা্চে,
         ঐ শত্রু নিধন কাজে।


সমাজ বন্ধু যারা আছ,
সমাজ সংস্কারে এগিয়ে এসো,
       আজ জগতে কঠিন দূর্দিন;
বসে থাকার নাইরে সময়,
মা-বোনের যে ইজ্জৎ যায়,
     শোধিতে হবে মায়ের রক্তঋন।  


৬ই মাঘ, ১৪২৪,
ইং ২০/০১/২০১৮,
শনিবার বিকেল ৫টা।