আছে যাঁর  তাঁর কি চাই?
প্রয়োজন যাঁর তার নাই।
পাপী তাপী, ধনী-গরীব
সবাই আর হয়না শরীফ।

জগৎজুড়ে হাহাকার শুধু
কোথায় খুঁজে পাবে মধু?
যেজন খোঁজে সেজন বোঝে
প্রেমের টানে তাই সে মজে।

দেখো চেয়ে এই দুনিয়ায়  
সকাল- সন্ধ্যার পানে ধায়।
জন্ম ছোটে মৃত্যুর দিকে
আনন্দটা ক্রমে হয় ফিকে।

এটাই জীবন, এটাই দর্শন,
উলঙ্গ রূপটাই দেহের ভূষণ।
চেয়েও তাই পায় না সব
তাইতো ওঠে এত কলরব।

৪ ঠা আষাঢ়, ১৪২৯,
ইং ১৯/০৬/২০২২
রবিবার সকাল ১০:০৭।
১৭৪২, ১৭/০৭/২০২২।