প্রাণের কবি ওমর খৈয়াম
প্রাণের সাথে প্রাণের নিলাম
চার লাইনের রুবাইয়াৎ-ই
আপন করে আমরা নিলাম।
                  ২
ওই সহজ ছন্দ সহজভাবে
এমন করে কয়জন কবে?
ধন্য আমরা তাঁহার দানে
যাহা স্বর্ণাক্ষরে লেখা রবে।


             ৩
বছর শেষে এই দিনে
আসে ঈদ গুনে গুনে
প্রেম প্রীতিতে ভরিয়ে দিয়ে
মুক্ত হতে সকল ঋণে।
              ৪
মানুষ হওয়ার এইতো সুযোগ
যতই থাকুক রোগ ভোগ;
পালন করে ঈদের রোজা
থাকে না আর কোন শোক।
                ৫
ভাষা ঈদের বড় অনন্য
শুনে পারে না কেউ হতে বন্য;
পশুত্বের গুণ সকল ছাড়ি
মানুষ আজ তাইতো ধন্য।
               ৬
হৃদয় দিয়ে হৃদয় বোঝা
নয় গো বন্ধু বড় সোজা;
সবাই মিলে একই সাথে
মাস ব্যাপী পালন রোজা।
                ৭
মাসব্যাপী ওই রোজার শেষে
নতুন পোশাক নতুন বেশে;
আমরা সবাই ঈদগাহেতে যাই
পরম করুণার কৃপার আশে।
                  ৮
ওই বুকে বুকে বুক মেলায়ে
মানুষ হওয়ার ব্রত নিয়ে;
সবারে রাখবো ধরে আপন করে
প্রাণের ভালোবাসার বাঁধন দিয়ে।
                     ৯
হিংসা দ্বেষের  ধরা থেকে
সত্যের পথ যাক না বেঁকে;
আমরা যেন পারি থাকতে
সেই কষ্টটাকে বুকে মেখে।
                  ১০
সুখে দুখে তারাই থাকে
স্রষ্টা বলি তাইতো মাকে
আল্লাহ ঈশ্বর যাহাই বল
মায়েরা সৃষ্টির ধারা ধরে রাখে।
                  ১১
বছরের  মাঝে এসে ঈদ
জাগিয়ে দেয় সবার হৃদ
আদেশ করে ফিরে দেখতে
কোথায় আছে তোমার মিত?
                  ১২
যেওনা ভুলে আর কখনো
প্রাণের বার্তা ওই দেখানো
প্রকৃতির এই জীবনধারায়
জীবনকে হয় তাই শেখানো।
                   ১৩
মানুষ তুমি মানবতা এনে
মন রাখো বেঁধে সেই বাঁধনে;
মনুষ্যত্ব এই মানুষের প্রকাশ
সার্থক হোক ঈদ সাধনে।


৯ই বৈশাখ, ১৪৩০,
ইং ২৩/০৪/২০২৩,
রবিবারবেলা ১১:৫১। ১৯৮৭, ২৪/০৪/২০২৩।