যাবার সময় হলে পরে
সবাই চলে যাবে;
থাকবে নাতো কেউ হেথায়
এই সুন্দর ভবে।


মনে পড়ে আজ সবারে
শ্রদ্ধায় স্মরি তাঁদের;
ভালো থাকুন সুখে থাকুন
তাই প্রার্থনা মোদের।


পারেনা কেউ থাকতে হেথা
আমরাও তো যাব;
আছি বসে সেই  অপেক্ষায়
যবে খেয়াতরী পাব।


এই জন্ম মৃত্যুর খেলাঘরে
খেলছে সবাই এমন করে।
পায়ে না ছাড় কেউ হেথা
মোহ মায়ায় ভাবাই বৃথা।


চোখ বুঝলে আঁধার হবে
পাশে তোমার কেউনা রবে
ছেড়ে জগত অসীম পানে
হবেই হবে যেতে তবে।


অশ্রু জলে ভাসবে বক্ষ
ক্রমে চারিদিক হবে ফাঁকা;
ভালো থেকো, সুস্থ থেকো,
যে কটা দিন বেঁচে থাকা।


১৫ ই বৈশাখ, ১৪৩০,
ইং ২৯/০৪/২০২৩,
শনিবার রাত ১১:৪২। ১৯৯৮, ০৫/০৫/২০২৩।