এবার তাকিয়ে দেখো এই বিশ্বটাকে
মানুষ চলছে ছুটে আপন বেগে।
কেউবা ক্ষমতা আর ব্যাক্তি লোভে
কেউবা অশ্রু ঝরায় কঠিন শোকে।


খুনখারাপি আর ওই হিংসা দ্বেষে
জগৎকে মাতিয়ে রাখে ছদ্মবেশে।
কে বাঁচলো, কে মরল, ভুরুক্ষেপ নাই
তারাই শান্তির আলোচনায় পাচ্ছে ঠাঁই।


ধনী বলে এই মহান বিশ্বে স্বীকৃত তারা
উন্নয়ন সম্ভব নয় লুটেরাদের ধন ছাড়া।
যারা কেবল হাত রাঙায় মানুষের রক্তে
তাদের নাম শান্তি পুরস্কারের সেই লপ্তে।


এশিয়ায় খুন-খারাবি দখলদারি করল যারা
তারাই আবার মন ভুলেতে চায় সাহায্যের দ্বারা।
ওরা কৌশল করে নিজের স্বার্থ বজায় রাখতে
আর চেষ্টা করে নিজের অপরাধ গোপনে ঢাকতে।


উগ্রপন্থার সৃষ্টিকর্তা দেয় জগতে শান্তির বার্তা
ভাবতে অবাক লাগে দেখে ওদের ভাবনার মাত্রা।
ওদের জন্য এই জগতে কত দেশ দেউলি হলো
আর হিংসা দ্বেষে জগৎটাকে মাতিয়ে দিল।


তবুও সরকারগুলো দালালি করে তাদের হয়ে
জেনে বুঝে দেশের অভাব অনটন আনছে বয়ে।
জনগণের সুখ শান্তির কথা কেউ ভাবে না
বুঝি দুঃখ বেদনা এই ধরা থেকে আর যাবে না।


জগতে বিবেক সবার এবার জাগ্রত করতেই হবে
সঠিক মানুষ সঠিক জায়গায় নিয়োগ দিতে হবে।
ধান্দাবাজি নেমকহারামি এবার ছাড়ো সবাই
মিথ্যা ছেড়ে সত্যের পথে চলাটাই সঠিক তাই।


ছোট্ট জীবন ছোট্ট কথা হাসি দুঃখ সকল ব্যথা
সবাইকে পাশে রেখে দেখাও তোমার সেই সততা।
দেখবে শান্তি পাবে নিজেই তুমি অশান্ত এই হৃদয়ে
কোন দুঃখ রইবে না আর শেষ বেলায় সেই বিদায়ে।


২৭ শে চৈত্র, ১৪২৯,
ইং ১১/০৪/২০২৩,
মঙ্গলবার বেলা ১১:২৪। ১৯৮০, ১৭/০৪/২০২৩।